বদলগাঁছীতে ট্রাক-ভ্যান সংঘর্ষে আহত ৩ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এক শিশু ঘাতক ট্রাক আক্কেলপুর থানায় জব্দ। - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, ডিসেম্বর ০৬, ২০১৯

বদলগাঁছীতে ট্রাক-ভ্যান সংঘর্ষে আহত ৩ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এক শিশু ঘাতক ট্রাক আক্কেলপুর থানায় জব্দ।



নিরের দাস(জয়পুরহাট)প্রতিনিধিঃ
নওগাঁ জেলার বদলগাঁছী উপজেলাধীন কোলা ইউনিয়নের শালুককুড়ি মোড়ে ট্রাক-ভ্যান সংঘর্ষে দুই শিশু সহ এক ভ্যান চালক আহত হয়েছে এবং গুরুতর আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এক শিশু।

ঘটনা ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, বৃৃৃৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুর ২.৩০ ঘটিকায় কোলা ইউনিয়নের ঝাড়ঘরিয়া গ্রামের শ্রীঃ বিলাশ এর ২য়  শ্রেণী পড়–য়া পুত্র শ্রীঃ পৃথক ও সুবাস এর ৫ম শ্রেণী পড়–য়া পুত্র সেবক স্কুল থেকে ফিরে একই গ্রামের অটোভ্যান চালক শ্রীঃ দূর্লভ এর ভ্যানে চরে মঠে তাদের ক্ষেত থেকে ধান নিতে যাওয়ার সময় বদলগাঁছী টু আক্কেলপুরের প্রধান সড়কের ঝাড়ঘরিয়া মোড়ে আসতেই অপরদিক থেকে আসা একটি ট্রাক ভ্যানটিকে স্বজোরে ধাক্কা দিলে ভ্যানটি দুমরে মুচরে গিয়ে রাস্তার পার্শে খাঁদে পরে গেলে উপরোক্ত দুই শিশুসহ ভ্যান চালক গুরুতর আহত হয়।

এ সময়ে মাঠে কর্মরত কৃষকেরা দ্রুত এসে আহতদের উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

তাদেরকে ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে ট্রাক চালক ঘাতক ট্রাকটি দ্রুত গতিতে চালিয়ে পার্শবর্তি আক্কেলপুর উপজেলার পৌর সদরের পশ্চিম আমুট্র মোড়ে এসে ট্রাক থেকে লাফিয়ে পালিয়ে গেলেও আক্কেলপুর থানা পুলিশ ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে যান। যাহার লাইসেন্স নম্বর ঢাকা মেট্রো-ট ২০-৪৯১৩ এবং ট্রাকটি নওগার মহাদেবপুর উপজেলার মের্সাস জাহিদ অটো রাইস মিলের সত্বাধীকারি মোঃ সেলিম এর বলে জানা গেছে।


আহতদের বিষয়ে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ভ্যান চালক দূর্লভ ও শিশু সেবককে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছে এবং শিশু পৃথকের অবস্থা আসংখাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে পাঠানো হয়েছে।

এ ঘটনায় আহত পৃথকের দাদা শ্রীঃ প্রবেশ চন্দ্র মন্ডল ও এলাকাবাসি প্রশাসনের দৃষ্টি আকর্ষন করে শাস্তি ও বিচার দাবি করেছেন।

দূর্ঘটনার বিষয়ে আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু ওবায়েদ জানান ট্রাকটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে তবে এখনো কেউ এ বিষয়ে যোগাযোগ করেনি।

অপরদিকে বদলগাঁছী থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহম্মেদ জানান উপরোক্ত বিষয়ে থানায় এখনো কেউ অভিযোগ করেনি তবে অভিযোগ আসলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Post Top Ad

Responsive Ads Here