ফরিদপুরে ভাটার মাটি টানা ট্রলির নিচে চাপা পড়ে কলেজ ছাত্রের মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০১৯

ফরিদপুরে ভাটার মাটি টানা ট্রলির নিচে চাপা পড়ে কলেজ ছাত্রের মৃত্যু


ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারীতে ইটভাটার মাটি টানা ট্রলির নিচে চাপা পড়ে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের বাবুর বাজার এলাকায় বোয়ালমারী-ময়েনদিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই কলেজ ছাত্রের নাম শাহ আমীন মীনা (১৮)। তিনি চতুল ইউনিয়নের রাজাপুর গ্রামের দিনমজুর সাত্তার মীনার ছেলে। দুই ভাই ও দুই বোনের মধ্যে আমীন মীনা ছোট। আমীর স্থানীয় শাহ জাফর টেকনিক্যাল কলেজে বিএম শাখার দ্বাদশ শ্রেণির মেধাবী শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় আমীন ওই সড়ক দিয়ে ধান ভাঙ্গিয়ে বাইসাইকেলে করে বাড়ি যাচ্ছিলো। এ সময় বোয়ালমারী পৌরসভার সাবেক মেয়র আব্দুর শুকুর শেখের মালিকানাধীন রাজ-তিন নামের ইট ভাটার একটি ট্রলি পিছাতে গিয়ে একটি গাছের সাথে সাইকেল আরোহী আমীনকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। এর ফলে  আমীন গুরুতর আহত হন । 

এলাকাবাসী তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে বিকেল সাড়ে চারটার দিকে মারা যান আমীন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো. লিয়াকত হোসেন বলেন, আমীন অত্যন্ত মেধাবী ছাত্র ছিলো। ২০২০ সালে তার উচ্চ মাধ্যমিক সমমানের পরীক্ষা দেওয়ার কথা ছিল। গত টেস্ট (নির্বাচনী) পরীক্ষায় সে কলেজে সকল বিভাগের শিক্ষার্থীর মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছিল।

বোয়ালামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বলেন, তিনি ও ইউএনও ঝোটন চন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গিয়ে নিহত কলেজ ছাত্রকে দেখে এসেছেন। তিনি বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Post Top Ad

Responsive Ads Here