পদ্মা সেতু রেলওয়ে সংযোগ প্রকল্পের ভূমি অধিগ্রহনকারী ৩০০ পরিবারের মাঝে চেক হস্তান্তর - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০১৯

পদ্মা সেতু রেলওয়ে সংযোগ প্রকল্পের ভূমি অধিগ্রহনকারী ৩০০ পরিবারের মাঝে চেক হস্তান্তর


ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের ভাঙ্গায় পদ্মা সেতু রেলওয়ে সংযোগ প্রকল্পের ভূমি অধিগ্রহনকারীদের মাঝে চেক হস্তান্তর করেছে জেলা প্রশাসন। 

বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে ৩০০ শত পরিবারের হাতে এই চেক হস্তান্তর করেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: আসলাম মোল্লা। 

এসময় আরও উপস্থিত ছিলেন ভাঙ্গা পৌরসভার মেয়র এএফএম রেজা ফয়েজ, ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান আল হাবিব, ভাইস চেয়ারম্যান মাওলানা ইছাহাক মোল্লা, পারুলী বেগম, ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান, খাদ্য কর্মকর্তা তারিকুজ্জামান, ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা প্রবীর কুমার চিত্র, মাধ্যমিক শিক্ষা অফিসার জামসেদ নাজিম, ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার হোসেন, আওয়ামীলীগ নেতা নওরোজ এ্যাপলো প্রমুখ। 

চেক হস্তান্তর অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মূকতাদিরুল আহমেদ।

Post Top Ad

Responsive Ads Here