মেহের আমজাদ,মেহেরপুর//
মেহেরপুর ট্রাফিক পুলিশের কনষ্টেবল কামাল হোসেন ও এটিএসআই উত্তম কুমার পদোন্নতি লাভ করেছেন। কনষ্টেবল কামাল হোসেন এটিএসআই পদে ও উত্তম কুমার টিএসআই পদে পদোন্নতি লাভ করেছেন। ট্রাফিক পুলিশের এই দু’জন পদোন্নতি লাভ করায় পুলিশ সুপার তাদের দুইজনকে র্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর পুলিশ সুপারের কক্ষে পুলিশ সুপার এস. এম মুরাদ আলি তাদের দুইজনকে (র্যাংক ব্যাজ) পদোন্নতির ব্যাজ পরিয়ে দেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন।