নিরেন দাস(জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাটের আক্কেলপুর থানা পুলিশের বিশেষ অভিযানে উত্তর জনপদের সঙ্গবদ্ধ অপরাধ চক্রের অন্যতম হোতা ডাকাতি, ছিনতাই,হত্যা সহ অন্যান্য ১৩ মামলার আসামী কুখ্যাত আন্তঃজেলা ডাকাত মোঃ হাবু মিঁয়া ওরফে বাবু (৪৫) কে আটক করেছে থানা পুলিশ।
থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার(০২-ডিসেম্বর) দিবাগত রাতে আক্কেলপুর থানা পুলিশের বিশেষ দল জয়পুরহাট জেলা পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির (পিপিএম) অঙ্গীকার জয়পুরহাট জেলা কে অপরাধ মুক্ত করার ঘোষনা করেন। সেই ঘোষনা কে বাস্তবায়নের লক্ষে আক্কেলপুর থানার (ওসি) মোঃ আবু ওবায়েদ- এর নির্দ্দেশানুসারে থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আবু জোবায়ের ও উপ-পরিদর্শক (এএসআই) দুলাল হোসেন থানার সঙ্গীয় ফোর্স সহ উপজেলার তিলকপুর ও রায়াকালী ইউনিয়নে অভিযান পরিচালনা করেন।
অভিযান কালে একটি গোপন সংবাদের ভিক্তিতে রায়কালী নওতা গ্রামের মৃতঃ- আবুল কাশেম এর ছেলে উত্তর জনপদের সঙ্গবদ্ধ অপরাধ চক্রের অন্যতম হোতা আন্তঃজেলা ডাকাত মোঃ হাবু মিঁয়া ওরফে বাবু (৪৫) কে দক্ষিণ রায়কালী গ্রামের একটি পুকুর পাড় থেকে তাকে আটক করে থানায় নেয়া হয়।
আরও জানা যায়, আটক ডাকাত হাবুর বিরুদ্ধে পৃথক পৃথক ঘটনায় গত ৭ বছরে উত্তরাঞ্চলে ৩ টি জেলায় তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি,ছিনতাই, প্রতারণা, চুরি সহ লুন্ঠনের মামলা বেড়িয়ে পড়েছে। এর মধ্যে প্রাথমিক ভাবে জানা গেছে-জয়পুরহাট সদর থানায় ১টি, আক্কেলপুর থানায় ৪টি, বগুড়া জেলার দুপচাঁচিয়া থানায় ১টি,কাহালু থানায় ১টি, আদমদীঘী থানায় ১টি, দিনাজপুর সদর থানায় ১টি, ও বিরামপুর থানায় ১টি, ঘোড়াঘাট থানায় ১টি, নঁওগা সদর থানায় ১টি, পোরশা থানায় ১টি সহ মোট ১৩ টি মামলা চলমান ও বিচারাধীন রয়েছে।
উল্লেখ্য বিষয়ে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবু ওবায়েদ জানান, আটক হাবু মিঁয়া ওরফে বাবু"র স্ত্রী মোছাঃ বিউটি বেগম (৩৮) স্বামীর সাথে থেকে অপরাধ সংঘটন কালীন সময় অপরাধী চক্রকে সহায়তা ও সক্রিয় ভাবে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধেও আক্কেলপুর সহ বিভিন্ন থানায় একাধিক মামলা চলমান ও বিচারাধীন রয়েছে। তারা বিশেষ কৌশল অবলম্বন করে ব্যাটারী চালিত অটো বাইক, মাল বোঝাই ট্রাক ছিনতাই, অনেক সময় কৌশলে চেতনানাশক ঔষধ খাইয়ে পথচারী বাসও ট্রেন যাত্রীদের মালামাল লুন্ঠন করত। ইতিমধ্যে তার স্ত্রী মোছাঃ- বিউটি বেগম কয়েকটি মামলা থেকে জামিনও নিয়েছেন বলে ওসি নিশ্চিত করেছেন।