কালীগঞ্জে বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে ২৫ জন আহত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০১৯

কালীগঞ্জে বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে ২৫ জন আহত



ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের কালীগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে নারীসহ অন্তত ২৫ জন আহত হয়েছে।বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের পাতিবিলা ইটভাটা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কর্মীরা জানান,জীবননগর থেকে সাজিম পরিবহণের একটি বাস কালীগঞ্জ যাচ্ছিল। পথিমধ্যে ঘটনাস্থলে পৌছালে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে যায়। এতে বাসে থাকা নারী শিশুসহ অন্তত ২৫ জন আহত হয়। খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে কয়েকজনের অবস্থা গুরুতর হয় তাদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here