প্রশ্নপত্র ফাঁস চক্রের ৭ সদস্য আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ডিসেম্বর ০১, ২০১৯

প্রশ্নপত্র ফাঁস চক্রের ৭ সদস্য আটক


সময় সংবাদ ডেস্ক//
সরকারি বিভিন্ন চাকরি ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁসে জড়িত একটি চক্রের ৭ সদস্যকে গ্রেফতার ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

রবিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. মাসুদুর রহমান। 

২৯ ও ৩০ নভেম্বর রাজধানীর কাফরুল ও লালবাগ থানা এলাকায় অভিযান করে তাদেরকে আটক করে গোয়েন্দা সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।

তারা হলেন মো. মাহমুদুল হাসান আজাদ (৩৬), মো. নাহিদ(২৫), মো. রাসেল আলী (২৯), মো. রুহুল আমীন (২৫), মো. খালেকুর রহমান টিটু (২৯), মো. আহমেদ জুবায়ের সাইমন (২৬) ও মো. ইব্রাহিম (২৪)। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে, পরীক্ষার্থীর মাধ্যমে পরীক্ষা কেন্দ্র হতে ইলেক্ট্রনিক ডিভাইসের মাধ্যমে প্রশ্ন হলের বাইরে নিয়ে আসে, সেই প্রশ্ন এক্সপার্ট গ্রুপ দিয়ে সমাধান করে ডিভাইসের মাধ্যমে পরীক্ষার্থীর নিকট সরবরাহ করে। বিসিএস ও সরকারি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় এমন অভিনব পদ্ধতিতে জালিয়াতি করে আসছিল এই চক্রটি।

Post Top Ad

Responsive Ads Here