ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের নগরকান্দায় জমিজমা নিয়ে পূর্বশত্রæতার জের ধরে প্রতিপক্ষরা শুক্রবার দিবাগত গভীর রাতে শারীরিক প্রতিবন্ধীর মুদি দোকান আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের ছোটশ্রীবর্দী গ্রামে।
স্থানীয়রা জানান, উপজেলার চরযশোরদী ইউনিয়নের ছোটশ্রীবর্দী গ্রামের খোরশেদ মোল্লার ছেলে হেমায়েত মোল্লা ও ছলেমান মোল্লার সঙ্গে একই গ্রামের মৃত সমশের মোল্লার ছেলে উজির মোল্লা ও সিদ্দিক মোল্লার জমিজমা নিয়ে বিরোধ চলছিল। হেমায়েত মোল্লা শারীরিক প্রতিবন্ধী হওয়ায় তার বাড়ীর কাছে নিজ জমিতে সড়কের পাশে দোকান ঘর তৈরী করে মুদি ব্যবসা করতেন। শুক্রবার দিবাগত গভীর রাতে সেই দোকানটি আগুনে পুড়ে ভশ্মিভুত হয়েছে।
হেমায়েতের ভাই ছলেমান বলেন, শুক্রবার রাতে হেমায়েতের মুদি দোকানে আগুন লাগা দেখে, আমরা সেখানে দৌঁড়ে যাই। আমাদের আসতে দেখে উজির মোল্লা, সিদ্দিক মোল্লা ও তার ছেলে নুর আলম এবং শাহ আলম ঘটনাস্থল থেকে দৌড়িয়ে পালিয়ে যায়। আমাদের জায়গা থেকে উচ্ছেদ করে, দখল নিতেই তারা দোকানে আগুন ধরিয়েছে। এতে আমার ভাই ছলেমানের ২ লক্ষাধীক টাকার ক্ষতি হয়েছে। এ রির্পোট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে নুর আলম বলেন, জমিজমা নিয়ে আমাদের সঙ্গে হেমায়েত ও ছলেমানের বিরোধ আছে। তবে আমাদের বিরুদ্ধে করা অভিযোগ সত্য নয়।
নগরকান্দা থানার ওসি সোহেল রানা বলেন, মামলার প্রস্ততি চলছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।