বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :
সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে দক্ষ ও যোগ্য নেতৃত্ব তৈরির লক্ষ্যে উপজেলার মেধাবী শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হল ‘মিট দ্যা ইউএনও’। শনিবার (০৪.০১.২০) বেলা ১১টায় বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দের উদ্যোগে নিজ কার্য্যালয়ে উপজেলার ১০টি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের নিয়ে ‘মিট দ্যা ইউএনও’তে শিক্ষার্থীদের সঙ্গে নানা বিষয়ে মতবিনিময় করেন তিনি।
এছাড়া সকাল ১০টায় বোয়ালমারী জর্জ একাডেমী শিক্ষার্থীদের মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ।
এছাড়া উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দের উদ্যোগে ওই দিন বেলা ১১টায় তার উপজেলা পরিষদের নিজ কার্য্যালয়ে উপজেলার ১০টি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের নিয়ে ‘মিট দ্যা ইউএনও’তে শিক্ষার্থীদের সঙ্গে নানা বিষয়ে মতবিনিময় করেন ইউএনও ঝোটন চন্দ। শিক্ষার্থীদের নানা সমস্যা, উত্তরণে করণীয় প্রসঙ্গে দিকনির্দেশনা দেন তিনি। এসময় তিনি বলেন, ‘সমৃদ্ধিশীল বাংলাদেশ গঠনে ইতিহাস, তথ্য প্রযুক্তি ও বাস্তবমুখী শিক্ষায় নিজেদের সমৃদ্ধ করতে হবে।’ শিক্ষার্থীদের নানা সমস্যা মনোযোগ সহকারে শোনেন ও সমাধানের আশ্বাস দেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাকিলা বিনতে মতিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রহিম, শাহ্ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ লিয়াকত হোসেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. আজিজুর রহমান খান প্রমূখ। পরবর্তীতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে মিট দ্যা ইউএনও অনুষ্ঠান করা হবে বলে ইউএনও ঝোটন চন্দ জানান।