সদরপুরে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকিতে দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া, পুলিশসহ আহত-১০ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জানুয়ারী ০৪, ২০২০

সদরপুরে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকিতে দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া, পুলিশসহ আহত-১০


ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরের সদরপুর উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে আওয়ামীলীগ ও স্বতন্ত্র এমপি সমর্থকদের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়ায় পুলিশসহ দু’ পক্ষের ১০ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।   

শনিবার সকাল ১১ টায় ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ সমর্থক ও স্বতন্ত্র সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন এর সমর্থকদের মধ্যে এই সংর্ঘষ হয়। 

স্থানীয়রা জানান, সকালে স্বতন্ত্র এমপি সমর্থক ছাত্রলীগের প্রাক্তন সভাপতি-সাধারন সম্পাদক ও কাজী জাফর উল্লাহ সমর্থিত বর্তমান কমিটির সভাপতি-সাধারন সম্পাদক একই সময় দুটি মিছিল বের করে। মিছিল দুটি সদরপুর স্টেডিয়ামের সামনে মুখোমুখি হলে উভয় পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ইট পার্টকেল নিক্ষেপে শুরু হয়। এসময় পুলিশের চার সদস্যসহ উভয় পক্ষের ১০ জন আহত হয়। আহতদের সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এসময় সদরপুর স্টেডিয়াম  মাঠে মুজিব বর্ষ ২০২০ প্রীতি ফুটবল ম্যাচের মঞ্চ ভাংচুর করা হয়। 

 

অতিরিক্ত পুলিশ সুপার গাজী রবিউল ইসলাম জানান, পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে  থমথমে অবস্থা  বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।


Post Top Ad

Responsive Ads Here