নিরেন দাস(জয়পুরহাট)প্রতিনিধিঃ-
জয়পুরহাটে একটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন সহ জহুরুল ইসলাম (৩৯) নামের এক শীর্ষ সন্ত্রাসী কে আটক করছে সদর থানা পুলিশ।
জয়পুরহাট সদর থানা সূত্রে জানা গেছে, সদর উপজেলার বম্বু ইউনিয়নের হানাইল গ্রামের মোজাম্মেল হকের ছেলে শীর্ষ সন্ত্রাসী জহুরুল ইসলাম রবিবার(১৯- জানুয়ারি) সন্ধায় একটি "সিএনজি" তে তে যাওয়ার সময় জয়পুরহাট সড়ক ভবনের পাশে সদর থানার একটি চেকপোষ্টে দায়িত্বরত পুলিশ ফোর্সের দৃষ্টিতে সিএনজি"টিকে সন্দেহ হলে গতি রোধ করে তার জহুরুলের দেহ তল্লাশী করে একটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার সহ আটক করে থানায় নেয়া হয়।
এ ব্যাপারে জয়পুরহাট (এস-পি) হেডকোয়ার সাজ্জাদ হোসেন জানান আটককৃত শীর্ষ সন্ত্রাসী জহুরুলের বিরুদ্ধে মামলা পক্রিয়াধীন রয়েছে এবং যেকোন অপ্রিতিকর ঘটনা এড়াতে জয়পুরহাট পুলিশ সর্বদাই প্রস্তুত রয়েছে।