এ,কে এম গিয়াসউদ্দিন [ভোলা]-ভোলা চরফ্যাশনে তেঁতুলিয়া নদীতে বালুবাহী জাহাজ থেকে পড়ে সুকানি নিখোঁজ হওয়ার খবর পাওয়া গিয়াছে।
শনিবার সন্ধ্যায় তেঁতুলিয়া নদী থেকে মায়া নদীতে প্রবেশমুখে এ দুর্ঘটনা ঘটে।জাহাজের স্টাফ আমাদের প্রতিনিধি কে জানান, নদী থেকে বালি নিয়ে জাহাজটি শনিবার সন্ধ্যায় লেতরা ব্রিজ ঘাটের উদ্দেশ্যে আসছিল। তেঁতুলিয়া নদী থেকে মায়া নদীতে প্রবেশমুখে ডুবোচরে ধাক্কা লেগে ভারসাম্য হারিয়ে নদীতে পড়ে সুকানি বেল্লাল হোসেন নিখোঁজ হন।
জানা যায় নিখোঁজ সুকানি বেল্লালচর কুকরি-মুকরি এলাকার হাসান উদ্দিন হাওলাদারের ছেলে।শশীভূষণ থানা পুলিশ ও স্থানীয়রা নৌকা ট্রলার নিয়ে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।এদিকেজাহাজ মালিক নাজিম সিকদার জানান, দুর্ঘটনার পর পর উদ্ধার অভিযান শুরু করা হলেও এখন পর্যন্ত নিখোঁজ সুকানির সন্ধান মেলেনি।
শশীভূষণ থানার ওসি মনিরুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের ডুবোরি দলকে ডাকা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করে উদ্ধার অভিযানে অব্যাহত রয়েছে।