মেহের আমজাদ,মেহেরপুর -
মেহেরপুর মুজিবনগর উপজেলার মুজিবনগর সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা চোরাপথে আসা ভারতীয় ১ কেজি গাঁজা উদ্ধার করেছে। গতকাল শনিবার ভোরের দিকে বিজিবির একটি টহল দল এসব গাঁজা উদ্ধার করে। মুজিবনগর সীমান্তের বিজিবি’র নায়েক আঙ্গুর ইসলাম জানান, রাতে বিজিবির টহল দল টহল শেষে ভোরের দিকে ফেরার পথে পরিত্যক্ত অবস্থায় বিজিবি সদস্যরা ১ কেজি গাঁজা উদ্ধার করে ।