লায়ন্স ক্লাব অব ফরিদপুরের ৪৪তম অভিষেক অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জানুয়ারী ১৯, ২০২০

লায়ন্স ক্লাব অব ফরিদপুরের ৪৪তম অভিষেক অনুষ্ঠিত

ফরিদপুর প্রতিনিধি :
বর্ণাঢ্য ও জমকালো আয়োজনের মধ্যে দিয়ে লায়ন্স ক্লাব অব ফরিদপুরের ৪৪তম অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার রাতে শহরের গোয়ালচামট এর হোটেল র‌্যাফেলস্-ইন এর হল রুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের ফুল দিয়ে বরণ করেন ক্লাব সদস্যরা। 


নবাগত লায়ন সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রথম ভাইস জেলা গভর্ণর মো. নজরুল ইসলাম শিকদার ও পিন পরিয়ে নবাগতদের বরন করে নেন জেলা গভর্ণর কৃষিবিদ ড. শহিদুল ইসলাম পিএইচডি এম জে এফ। 


অনুষ্ঠানে ২০১৯-২০সালের ক্লাব প্রেসিডেন্ট লায়ন মোস্তফা খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা গভর্ণর কৃষিবিদ ড. শহিদুল ইসলাম পিএইচডি এম জে এফ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রথম ভাইস জেলা গভর্ণর মো. নজরুল ইসলাম শিকদার, দ্বিতীয় ভাইস গভর্ণর প্রকৌশলী নিখিল চন্দ্র গুহ, রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশার্রফ আলী প্রমুখ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্র ও নৈশভোজ এর মধ্যেদিয়ে শেষ হয় অভিষেক অনুষ্ঠানটি।

Post Top Ad

Responsive Ads Here