desk news
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাস ডিভাইডারের উপর উল্টে নারী-শিশুসহ ২০ যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুরে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ১২ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান চৌধুরী জানান, সিলেট থেকে ঢাকাগামী উমর পরিবহনের বাসটি অলিপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের উপর উল্টে যায়। এতে ২০ যাত্রী আহত হন।
ওসি মনিরুজ্জামান আরো জানান, স্থানীয়দের সহায়তায় শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করেছে। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করা হয়েছে।