মেহেরপুরে “অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ” শ্লোগানে বর্ণাঢ্য শোভাযাত্রা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জানুয়ারী ১২, ২০২০

মেহেরপুরে “অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ” শ্লোগানে বর্ণাঢ্য শোভাযাত্রা

মেহের আমজাদ,মেহেরপুর -
মেহেরপুর সদর উপজেলা পরিষদের আয়োজনে গতকাল শনিবার দুপুরে  “অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ” শীর্ষক শ্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি’র নেতৃত্বে বাদ্যের তালে তালে বর্ণাঢ্য শোভাযাত্রাটি মেহেরপুর সদর উপজেলা পরিষদের সামনে থেকে শুরু করে প্রধান সড়ক হয়ে জেলা শিল্পকলা একাডেমির সামনে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক মোঃ আতাউল গনি, পুলিশ সুপার এস.এম মুরাদ আলি, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম,পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস,জেলা আ’লীগের যুগ্ম সম্পাদক এ্যাড. ইব্ররাহীম শাহীন, জেলা জজ কোর্টের পিপি এ্যাড, পল্লব ভট্টাচার্য, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, মেহেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি কে.এম আতাউল হাকিম লাল মিয়া,সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম,লতিফুন্নেছা লতা,ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম,মোঃ শাহজামান, জেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক আরিফুল এনাম বকুল,জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাধন সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শোভাযাত্রায় অংশ গ্রহন করে। বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে “ অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ” শ্লোগানকে সামনে রেখে এ দিন শনিবার দুপুরে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি বলেন, ২০০১ থেকে ২০০৬ সালের সরকার আমাদের এই দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছিল। সারের জন্য ১৮ জন কৃষকদের গুলি করে হত্যা করার খবর সংবাদপত্রে ছাপা হয়েছিল। জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, দক্ষিণ পুর্ব এশিয়াতে জঙ্গী আছে। কিন্তু বাংলাদেশ এখন জঙ্গী মুক্ত। ৭১ এর পরাজিত শত্রুদের জিয়াউর রহমান মন্ত্রী বানিয়েছিলেন। “অপ্রতিরোধ্য আগ্রযাত্রায় বাংলাদেশ” শিরোনামের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আরও বলেন- অপ্রতিরোধ্য বাংলাদেশ গড়ার স্বপদ্রষ্টা ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর দেখানো পথেই দেশ পরিচালনা করছেন তাঁরই সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধান মন্ত্রীর একটানা দীর্ঘ ১১ বছরের পরিশ্রমে দেশ আজ মধ্যম আয়ের দারপ্রান্তে। প্রতিমন্ত্রী জোর দিয়ে বলেন- ভবিষ্যতে বিশে^র চারটি দেশে সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জিত হবে। যার মধ্যে একটি হবে বাংলাদেশ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আতাউল গনি, পুলিশ সুপার এস.এম মুরাদ আলী,পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ ইয়ারুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস,সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম,লতিফুন্নেছা লতা,ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, মোঃ শাহজামান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি মোঃ মাঈনউদ্দিন,প্রফেসর হাসানুজ্জামান মালেক, পিপি পল্লব ভট্টাচার্য প্রমুখ।

Post Top Ad

Responsive Ads Here