রাজশাহীতে পাঁচ দিনব্যাপী এসএমই মেলার উদ্বোধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জানুয়ারী ১৪, ২০২০

রাজশাহীতে পাঁচ দিনব্যাপী এসএমই মেলার উদ্বোধন


ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীতে মাইডাস এসএমই মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় নগরভবনের গ্রিনপ্লাজায় রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতাকেটে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনকালে মাইডাসের চেয়ারম্যান অঞ্জন চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী, মাইডাসের ম্যানেজিং ডাইরেক্টর ড. এএসএম মশিউর রহমানসহ অনান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

কানাডা সরকারের সিএলএফআই প্রকল্পের আওতায় ৫দিনব্যাপী আয়োজিত মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের ৬০টি স্টল রয়েছে। মাইডাসের উদ্যোগে ১৭ দিন ব্যাপী উদ্যোক্তা উন্নয়ন ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শেষে এ মেলার আয়োজন করা হয়। নতুন উদ্যোক্তা সৃষ্টি, নারীদের বিভিন্ন বিষয়ে দক্ষতা উন্নয়ন শেষে উৎপাদিত পণ্যের বাজার সৃষ্টির মধ্যে দিয়ে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি এ মেলার উদ্দেশ্য বলে জানান মাইডাসের ম্যানেজিং ডাইরেক্টর।  উদ্বোধন শেষে প্রধান অতিথিসহ সকল অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

Post Top Ad

Responsive Ads Here