মহাকাশে অত্যাধুনিক স্যাটেলাইট পাঠাচ্ছে ইরান - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জানুয়ারী ১৮, ২০২০

মহাকাশে অত্যাধুনিক স্যাটেলাইট পাঠাচ্ছে ইরান

online desk:
নিজস্ব প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক স্যাটেলাইট মহাকাশে পাঠানোর ঘোষণা দিয়েছে ইরান। দেশটির বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তৈরি হয়েছে জাফর নামের এই স্যাটেলাইট। শনিবার ইরানের মহাকাশ সংস্থা আইএসএ নতুন স্যাটেলাইট পাঠানোর ঘোষণা দিয়েছে।

ইরান ২০০৯ সালে প্রথম উমিদ (আশা)নামে  একটিপ স্যাটেলাইট মহাকাশে পাঠায়। ইরানি বিজ্ঞানীরাই ওই স্যাটেলাইট তৈরি করেন। পরে ২০১০ সালে মহাকাশে প্রাণীবাহী যান পাঠায় তেহরান। ২০১৫ সালে পাঠায় ফজর (উষা) নামের আরেকটি স্যাটেলাইট। এই স্যাটেলাইটটি উঁচুমানের ছবি ধারণ করে পৃথিবীতে পাঠাচ্ছে।

গত বছরের জানুয়ারিতে কারিগরী ত্রুটিতে ব্যর্থ হয় ইরানের তৈরি পায়াম স্যাটেলাইটের উৎক্ষেপণ। নতুন স্যাটেলাইট জাফর আকার ও ওজনের দিক থেকে পায়াম স্যাটেলাইটের মতো হলেও এতে নতুন কিছু বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে।

আইএসএ বলছে, দেড় বছরের প্রচেষ্টায় নির্মিত স্যাটেলাইটটি এখন উৎক্ষেপণের জন্য পূর্ণ প্রস্তুত। ৯০ কেজি ওজনের এই কৃত্রিম উপগ্রহে রয়েছে চারটি কালার ক্যামেরা। এসব ক্যামেরা ভূপৃষ্ঠের ছবি ধারণ করে তা পৃথিবীতে পাঠাবে।

Post Top Ad

Responsive Ads Here