ডেস্ক নিউজ:
রাজধানীর হাতিরঝিল থেকে তিন হাজার ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেফতারকৃতের নাম- মো. শামসুল আলম (২২)।
রোববার গোয়েন্দা দক্ষিণ বিভাগের গাড়ি চুরি/ছিনতাই প্রতিরোধ ও উদ্ধার টিমের সহাকারি পুলিশ কমিশনার আহসানুজ্জামান জানান, গতকাল শনিবার বিকেল পাঁচটার দিকে হাতিরঝিল থানার মহানগর প্রজেক্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা হয়েছে।