কাউখালীতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জানুয়ারী ১১, ২০২০

কাউখালীতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত

কাউখালী প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে আনন্দ শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে কাউখালী সরকারি বালক বিদ্যালয় মাঠে সমাবেশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মনু মিঞা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মৃদুল আহম্মেদ সুমন, ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার হাদিয়া, জেলা পরিষদের সদস্য শাহাজাদী শাহিন রেবেকা চৈতী, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা প্রবীন সাংবাদিক এবিএম শাহজাহান, সাধারণ সম্পাদক তালুকদার মোঃ দেলোয়ার হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাহমুদ খান খোকন, কামরুজ্জামান মিঠুন, সুনীল কুন্ডু, ওসি নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ রফিকুল হক, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিল্টন, শেখ সামচ্ছুদোহা চাঁন, এলিজা সাঈদ, সিকদার মোঃ দেলোয়ার হোসেন  প্রমুখ। 

শোভাযাত্রায় উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, রাজনৈতিকব্যাক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণীর মানুষ অংশগ্রহণ করেন। হাজার হাজার কন্ঠে একত্রে ‘জয় বাংলা’ জয় বঙ্গ বন্ধু স্লোগানে মুরখিরত হয়ে উঠে কাউখালী সরকারি বালক বিদ্যালয় মাঠ। সমাবেশ ও আলোচনা সভা শেষে সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Post Top Ad

Responsive Ads Here