মেহের আমজাদ,মেহেরপুর-
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী পালন উপলক্ষে মেহেরপুর পৌরসভার উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে মেহেরপুর পৌরসভার কালাচাঁদ মেমোরিয়াাল হল মিলনায়তনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর আল মামুন, জাফর ইকবাল, নুরুল আশরাফ রাজীব, শাকিল রাব্বি ইভান, সোহেল রানা ডলার, পৌর সচিব তফিকুল আলম, প্রকৌশলী হারুন অর রশিদ প্রমুখ। সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষ পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।