মেহের আমজাদ,মেহেরপুর-
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারস্বরূপ মেহেরপুরের এতিম শিশু সহ বিভিন্ন মাদ্রাসার ৭ শতাধিক শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মেহেরপুর জামিয়া ইসলামিয়া মাদ্রাসার ছাত্রদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রদানকৃত উপহার সামগ্রী তুলে দেন মেহেরপুর জেলা প্রশাসক মোঃ আতাউল গনি । একই সময় মেহেরপুর জেলার তিনটি উপজেলায় সাত শতাধিক এতিম শিশু সহ মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র তুলে দেয়া হয়। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক ইবাদত হোসেন,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, সহকারী কমিশনার (ভূমি) মাইনউদ্দিন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদা ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।