ঝিনাইদহে ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জানুয়ারী ১৮, ২০২০

ঝিনাইদহে ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক


ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহ সদর উপজেলার বোড়াই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ৮০ বোতল  ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ। শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রেখা পরিবহনের একটি গাড়ি থেকে সাধুহাটী এলাকার বোড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের   থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- চুয়াডাঙ্গা জেলার দর্শনা ইসলাম বাজার এলাকার মৃত আশুতোষ সেন গুপ্তের ছেলে হিরক সেন গুপ্ত (৪৬) ও দর্শনা আজমপুর এলাকার মৃত আজগর আলী ছেলে আকবর আলী (২৭)।

ঝিনাইদহ ডিবি'র ওসি আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে  রেখা পরিবহনের ঢাকা মেট্রো-১১-১৫৭৬ গাড়িতে ফেন্সিডিল পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ  গোয়েন্দা বিভাগের এস আই আব্দুল আলিমের নেতৃত্বে এ এস আই ওবায়দুর রহমান , এ এস আই রবিউল ইসলাম, এ এস আই আনিসুর রহমান ও সঙ্গীয় ফোর্স  নিয়ে সেখানে অভিযান চালায়। এসময় বাস থেকে  ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। সেই সাথে ওই দুইজনকে আটক করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here