মেহেরপুরে বাংলাদেশ-ভারত নজরুল সম্মেলন উপলক্ষে নানা অনুষ্ঠান সম্পন্ন - সময় সংবাদ | Popular Bangla News Portal

শিরোনাম

Tuesday, January 14, 2020

মেহেরপুরে বাংলাদেশ-ভারত নজরুল সম্মেলন উপলক্ষে নানা অনুষ্ঠান সম্পন্ন


মেহের আমজাদ,মেহেরপুর-
মেহেরপুর জেলা নজরুল একাডেমির আয়োজনে বাংলাদেশ-ভারত নজরুল সম্মেলন উপলক্ষে আলোচনা সভা, র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার সন্ধ্যায় মেহেরপুর শহীদ সামসুজ্জোহা নগর উদ্যানে মফিজুর রহমান মুক্তমঞ্চে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।মেহেরপুর জেলা নজরুল একাডেমির সভাপতি ড. গাজী রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডঃ ইয়ারুল ইসলাম। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নজরুল একাডেমির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মিন্টু রহমান। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাঃ সাইদুর রহমান। সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. শামস্ আল্দীনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা নজরুল একাডেমিরর সাধারণ সম্পাদক আব্দুল মজিদ । এর আগে মেহেরপুর জেলা নজরুল একাডেমির আয়োজনে ভারত থেকে আসা শিল্পীদের সংবর্ধনা প্রদান কর হয়। 

এ দিন মেহেরপুর জেলা নজরুল একাডেমীর আয়োজনে বাংলাদেশ-ভারত নজরুল সম্মেলন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। গতকাল সোমবার বিকালে মেহেরপুর শহীদ শামসুজ্জোহা নগর উদ্যান থেকে র‌্যালিটি বের হয়ে প্রধান সড়কে হয়ে একই স্থানে গিয়ে শেষ হয়। মেহেরপুর সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডঃ ইয়ারুল ইসলামের নেতৃত্বে র‌্যালিতে অন্যান্যের মধ্যে নজরুল একাডেমির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মিন্টু রহমান,নজরুল একাডেমির মেহেরপুর জেলা শাখার সভাপতি ডঃ গাজী রহমান, ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের বিভাগের প্রধান অধ্যাপক ডঃ মোহাঃ সাইদুর রহমান, নজরুল একাডেমির জেলা শাখার সাধারন সম্পাদক আব্দুল মজিদ, সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর শামস আল দীন, মেহেরপুর জেলা শাখার সদস্য আব্দুল মান্নান প্রমূখ উপস্থিত ছিলেন। পরে সন্ধ্যা রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

No comments: