ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদাহ শৈলকুপায় তালাকপ্রাপ্ত স্ত্রীকে স্বামীর বাড়ীতে তুলে দেওয়াকে কেন্দ্র করে বড় মৌকুড়ী ও ধুলিয়া পাড়া (উত্তর কচুয়া) গ্রামের দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৫ জন আহত হয়েছে।
শুক্রবার বিকাল ৪ঃ২০ মিনিটের সময় এই ঘটনাটি ঘটে। আহতদের শৈলকুপা ও কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকা বাশি জানান বড় মৌকুড়ী গ্রামের মিথুনের সাথে পার্শ্ববর্তী ধুলিয়াপাড়া ((উত্তর কচুয়া) গ্রামের ছিদ্দিক এর মেয়ে শিমুর ২০১৪ সালে বিয়ে হয়। গত ২২/১২/২০১৯ তারিখে শিমু স্বেচ্ছায় মাগুরা নোটারী পাবলিকের মাধ্যমে মিথুনকে তালাক দেই। পরে শিমু আবারো মিথুনের সাথে সংসার করবে বলে ইচ্ছা পোষন করলে ধুলিয়া পাড়া গ্রামের মুকুল খাঁর লোকজন মিথুনের বাড়ীতে শিমুকে তুলে দেওয়ার চেষ্টা করলে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এই সময় মুকুল খাঁর নেতৃত্বে আনুমানিক শতাধিক লোক ঢাল, সরকি, রামদা ও বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে মাঠ পেরিয়ে মিথুনের বাড়িতে আক্রমণ করে। এসময় ঈমান আলী, তুহাব মন্ডল ও সমির মন্ডল সহ ৫জন আহত হয়। আহতদের শৈলকুপা ও কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শৈলকুপা থনার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রহমান দুই দল গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে ।