নিরেন দাস, জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের আক্কেলপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে ক্ষণ গণনা শুরুর কাউন্টডাউন উদ্ভোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর আয়োজন করে। কর্মসূচির অংশ হিসেবে গতকাল (১১ এ জানুয়ারি) শনিবার সকালে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগ, বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্ত্বরে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তাবক অর্পন করা হয়। এরপর উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সন্ধ্যায় প্রামাণ্যচিত্র প্রদর্শন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকিউল ইসলামের সভাপতিত্বে দিনব্যাপী কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নবীবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউল হক জিয়া, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোকসেদ আলী মাস্টার,সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গোলাম মাহফুজ চৌধুরী অবসর, অধ্যক্ষ মোকসেদ আলী,জেলা পরিষদের সদস্য ও পৌর আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক আব্দুর রহীম স্বাধীন মাস্টার, অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু ওবায়েদ, পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার গৌতম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।