জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ২টি ওয়ান স্যুটার গান ও ১ রাউন্ড গুলিসহ ৩ জনকে আটক করেছে। শুক্রবার দিবাগত রাতে ৫৯ বিজিবি সদস্যরা শিবগঞ্জ উপজেলার জমিনপুরে এ অভিযান চালায়।
আটককৃতরা হচ্ছে, জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের জমিনপুর গ্রামের মোঃ তৈয়মুরের ছেলে মোঃ সুজন, একই এলাকার মোঃ রবিউল ইসলামের ছেলে মোঃ সেনারুল ইসলাম (২৩) ও মৃত মজলুর ছেলে মোঃ সেলিম (২৫)।
শনিবার দুপুরে ৫৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান এর নেতৃত্বে বিশেষ টহল দল দিবাগত রাত ২টার দিকে সীমান্ত পিলার ১৭৯ হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জমিনপুর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রবহণ করার সময় তাদের আটক করে। অভিযানকালে আরো ৪ জন পালিয়ে যায়। আটককৃতদের স্বীকারোক্তি অনুযায়ী বিজিবি সদস্যরা তাদের সনাক্ত করতে সমর্থ হয়। তারা হচ্ছে, মোঃ নজরুল ইসলামের ছেলে মোঃ হারুন, এরফান আলীর ছেলে মোঃ আবু (৩৫) ও মোঃ বাবু (৩০) এবং তজনু মিয়ার ছেলে মোঃ সেলিম (৩২)। তাদের বাড়ি এলাকায় বলে জানান তিনি।

