ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর কাটাখালি থানা পুলিশের অভিযানে ৪ ভূয়া পুলিশ আটক। খেজুরের রস পান করার অজুহাতে ভূয়া পুলিশের পরিচয়ে ভুক্তভোগীদেও কাছ থেকে মোবাইল ফোনসহ নগদ অর্থ ছিনতাই করে নেই। পুলিশ সংবাদ পেয়ে অভিযান শুরু করে।
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন হেতেমখাঁ এলাকার আলতাফ হোসেন এর ছেলে মোঃ অমিত হাসান ফয়সাল(২২) ও তার বন্ধু সোহান (২২), শ্যালক মোঃ রাব্বেল (১৭) এবং রাব্বেলের বন্ধু মোঃ আব্দুল্লাহ বিন জুবায়ের (১৭) কে গত কাল রাত্রী অনুমান ০৮.৫০ টার সময় খেঁজুরের রস পান করার জন্য তার পূর্ব পরিচিত মোঃ রুহুল আমিন(২০), পিতা-মোঃ আব্দুল মতিন, সাং-সুচরন, থানা-কাটাখালি, মহানগর রাজশাহী এর সাথে যোগাযোগ করে কাটাখালি থানাধীন সুচরন গ্রামস্থ সুচরন গ্রামস্থ জনৈক মোঃ ইসলামের ভিটা নামক স্থানে যায়।
খেঁজুরের রস পান করার সময় মোঃ রুহুল আমিন (২০) কৌশলে কয়েকজন ছিনতাইকারীকে খবর দিয়ে ডেকে আনে। তারা পুলিশের জ্যাকেট পরিধান করে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে অমিত হাসান ফয়সাল ও তার বন্ধুদের মারধর ও ভয়ভীতি প্রদর্শণ করে তাদের নিকট হতে ০৫ টি মোবাইল ফোন ও নগদ ১২৭৩-টাকা ছিনিয়ে নেয়। পরবর্তীতে ভুক্তভোগীরা কাটাখালী থানায় এসে পুলিশকে অবহিত করলে কাটাখালী থানা পুলিশের একটি চৌকস দল পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মতিয়ার রহমান এর নেতৃত্বে পুরো ঘটনাটিকে উদঘাটনের জন্য উদ্দেশ্যে দ্রæত অভিযান শুরু করে।
পুলিশ দ্রুত অভিযান চালিয়ে সুকৌশলে ঘটনার সাথে জড়িত রাজশাহীর মহানগরের সুচরন এলকার মুকবেলর ছেলে আসামী রুহুল আমিন এবং নিলয়, জামাল উদ্দিনের ছেলে সাগর (২২), রুপশীডাঙ্গা (হরিয়ান বাজার) কাটাখালির জামাল হোসেন ছেলে শ্রাবন (২০) কে আটক করেছে। জিজ্ঞাসাবাদে তাদের নিকট হতে ছিনতাইকৃত ০৫ টি মোবাইল ও পুলিশের জ্যাকেট উদ্ধার করা করে। এ সংক্রান্তে আরএমপি’র কাটাখালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ছিনতাইকৃত অর্থ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। এই তথ্য নিশ্চত করেছেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস।

