নাচোল প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোলে উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের সকল কাজ সম্পন্ন হয়েছে। এখন শুধু মাত্র উদ্বোধনের পালা ।মাননীয় প্রধান মন্ত্রীর ঘোষনার সময় গুনছেন নাচোল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের কর্মকর্তা-কর্মচারীরা। আজ বৃহসপ্রতিবার(১৩ ফেব্রæুয়ারি দুপুরে নাচোল ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ ইব্রাহিম জানান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের সকল কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে । এই অফিসে এ পর্যন্ত ১০ জন কর্মচারী যোগদান করেছেন। আনা হয়েছে ২টি নতুন গাড়ি। তবে দ্রæত সেবা জনসাধারনে দৌড় গোড়ায় পৌছে দেবার জন্য যে কোন সময় প্রস্তুত তারা। রাখা হয়েছে জরুরী নম্বরও । যে, কোন দুর্ঘটনার জন্য মোবাইল নম্বর ০১৩১৫-৫৩৫৩১৫-তে কল করার জন্যই আহবান জানিয়েছেন নাচোল ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ ইব্রাহিম ।