চাঁপাইনবাবগঞ্জে কৃষিবিদ দিবস পালিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ১৩, ২০২০

চাঁপাইনবাবগঞ্জে কৃষিবিদ দিবস পালিত


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি-“বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে কৃষি সমৃদ্ধির উৎকর্ষে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ” এ স্লোগানকে সামনে রেখে আজ বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জে কৃষিবিদ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে জেলা কৃষি স¤প্রসারণ দপ্তর চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে এক আলোচনাসভায় মিলিত হয়।  এসময় প্রয়াত কৃষিবিদ আব্দুল মান্নান এমপি’র প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। 

পরে,  সংগঠনের জেলা সভাপতি ও কৃষি স¤প্রসারণ দপ্তরের উপ-পরিচালক মোঃ মঞ্জুরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোঃ মোস্তাফিজুর রহমান, কৃষিবিদ মোঃ মোরশেদ আলম, জেলা মৎস্য কর্মকর্তা ড. মোঃ আমিমুল এহসান, কল্যাণপুর হর্টিকালচারের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ মোজদার হোসেন, কৃষিবিদ মোঃ আফতাব উদ্দিন, সাধারণ সম্পাদক কৃষিবিদ মোঃ আব্দুল্ল¬াহ সোহেল প্রমুখ। 

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ রুহুল আমিন, জেলা কৃষকলীগের সভাপতি এ্যাডভোকেট মোঃ আব্দুস সামাদ বকুল। 

শেষে, প্রয়াত কৃষিবিদ আব্দুল মান্নান এমপি’র আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। 

Post Top Ad

Responsive Ads Here