ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী:আজ রবিবার সকালে রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর নামক স্থানে ট্রেনে কাটা পরে এক অজ্ঞাত নারীর মরা দেহ উদ্ধার করেছে জিআরপি পুলিশ। আইন শৃঙ্খলা বাহিনীর অনুমান করছেন খুব সাকালে ট্রেনে কাটা পরে নিহত হয়েছে। তবে ময়না তদন্তের পরে সঠিক তথ্য পাওয়া যাবে।
বেলপুকুর ও জিআরপি পুলিশের তথ্য মতে অজ্ঞাত ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, মৃর্ত নারী তাদের এলাকার নই। বেলপুকুর রেলওয়ে গেটম্যান আরিফুল ইসলাম এবং রেল শ্রমিকরা বলেন, সকালে রেল নাইনের কাজ করতে এসে নারীর মরাদেহ রেল লাইনের পাশে পরে থাকতে তারা দেখেন।
স্থানীয় থানা খবর পেয়ে ঘটনাস্থলের বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। পরে জিআরপি পুলিশ মরাদেহ ময়না তদন্তের জন্য নিয়ে যায়। সংবাদ পাঠানো পর্যন্ত ওই নারীর কোন পরিচয় পাওয়া যায়নি।

