ভোলা চরফ্যাশন গনধর্ষন, আটক-৫ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ফেব্রুয়ারি ০৯, ২০২০

ভোলা চরফ্যাশন গনধর্ষন, আটক-৫


ভোলা প্রতিনিধি ;ভোলার চরফ্যাশনের চর ফারুকী গ্রামের নিকটবর্তী বুড়াগৌরঙ্গা নদীর তীরে ভাসমান ট্রলারে শনিবার রাতে ২২ বছর বয়সী এক যুবতিকে গণ ধর্ষণ করেছে পাঁচ যুবক।


চর মানিকা কোস্টগার্ড নদীতে অভিযানের সময় ভিক্টিমকে উদ্ধারসহ পাঁচ ধর্ষককে আটক করেছেন। তাদেরকে রবিবার সকালে দক্ষিণ আইচা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

আটককৃতরা হলেন- উপজেলার দক্ষিণ আইচা ৬ নং ওয়ার্ডের খলিল মিয়ার ছেলে ইউছুফ হাসান সরদার (২০), দক্ষিণ আইচা ৫ নং ওয়ার্ডের হাকিম দালালের ছেলে সোহেল রানা দিদার (২০), চর মানিকা ৩ নং ওয়ার্ডের মোকাম্মেল সিকদারের ছেলে ওয়াসেল আহম্মদ সিকদার (২০), চরকচ্ছপিয়া ৪ নং ওয়ার্ডের ইসমাঈল ফকিরের ছেলে রিপন ফকির (২০), একই গ্রামের আবুল কাশেম হাওলাদারের ছেলে মোরশেদ হাওলাদার (৩৫)।

চর মানিকা কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার আলমগীর হোসেন জানান, নদীতে অভিযানকালে শনিবার রাত সাড়ে তিনটার সময় একটি ভাসমান ট্রলার দেখতে পেয়ে চেক করতে গেলে ভিতর থেকে এক নারী বাচাঁও বাঁচাও বলে চিৎকার দেয় এসময় ওই নারীকে উদ্ধারসহ পাঁচ যুবককে আটক করা হয়।

ভিক্টিম জানিয়েছে সোহেলের সাথে প্রেমের সম্পর্ক ছিলো। প্রেমের ফাঁদে ফেলে সে পাঁচ যুবকসহ পালাক্রমে ধর্ষণ করেছে।

দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Post Top Ad

Responsive Ads Here