ভোলায় সড়ক ও জনপদের জমি অবৈধ দখলদারদের উচ্ছেদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ফেব্রুয়ারি ০৮, ২০২০

ভোলায় সড়ক ও জনপদের জমি অবৈধ দখলদারদের উচ্ছেদ


ভোলা সংবাদাতা-ভোলা বোরহানউদ্দিন উপজেলায় সড়ক ও জনপদের সরকারি জমিতে অবৈধভাবে জমি দখলদারদের উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহি অফিসার মোঃ বশির গাজী(ভারপ্রাপ্ত)। 


সুত্র জানায় আজ ৭ ফেব্রুয়ারী শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

ভোলা বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট ও মনিরাম বাজারে সড়ক ও জনপদের সরকারি জমিতে অবৈধভাবে ৫৭ টি ঘর উত্তোলন করে দীর্ঘ দিন ব্যবসা প্রতিষ্ঠান করছে দখলদার।


ওই সকল অবৈধ দখলদারদের উচ্ছেদ করেন উপজেলা নির্বাহি অফিসার (ভারপ্রাপ্ত) মো: বশির গাজী এবংবোরহানউদ্দিন থানা পুলিশের সহযোগিতায় সড়ক ও জনপদের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. রাসেল এর উপস্থিতিতে এ অভিযান পরিচালনা করা হয়।

এতে কুঞ্জেরহাট বাজার হতে ৪০টি ও মনিরাম বাজারে ১৭টি স্থাপনা উচ্ছেদ করা হয়।

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহি অফিসার (ভারপ্রাপ্ত) মো: বশির গাজী সত্ব্যতা স্বীকার করে বলেন, উপজেলার কুঞ্জেরহাট বাজার, মনিরাম বাজারে সড়ক ও জনপদের সরকারি জমিতে অবৈধভাবে ৫৭টি ঘর উত্তোলন করে দীর্ঘ দিন ব্যবসায় প্রতিষ্ঠান করছেন এলাকার লোকজন।

এ তথ্য পেয়ে সড়ক ও জনপদের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. রাসেল এর উপস্থিতিতে ও থানা পুলিশের সহযোগিতায় সরকারি জমি উদ্ধার করতে ওই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়।

তিনি আরোও বলেন, অবৈধ ভাবে খাল ভরাট ও সরকারি জমি দখলকারীদের উচ্ছেদ করতে তার অভিযান অব্যাহত থাকবে।

Post Top Ad

Responsive Ads Here