এখন চড়ামূল্যের রেডিমেট বীজচারাই ভরশা কৃষকের - সময় সংবাদ | Popular Bangla News Portal

শিরোনাম

Thursday, February 20, 2020

এখন চড়ামূল্যের রেডিমেট বীজচারাই ভরশা কৃষকের


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি":
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এখন বোরো আবাদের শেষ পর্যায়ে রেডিমেট বীজ চারাই ভরশা কৃষকের।চড়া মূল্যে বিক্রী হচ্ছে জিরা শাইল, ব্রী-২৮,২৯, ৩৬, ৬৩ ও ৮১ জাতের পার্শ্ববর্তী মান্দা ও মহাদেবপুর  উপজেলা থেকে আমদানী করা ধানের চারা। 


নাচোল উপজেলায় রবি শস্য সরিসা উঠিয়ে আর ক’দিনের মধ্যেই কৃষকরা জমিতে ধানের চাষ করবে। 
উপজেলা কৃষি অফিসসূত্রে জানা গেছে, এ বছর কৃষকরা ৮০% ভাগ জমিতে জিরা শাইল ধানের আবাদ করছে।
 এবছর নাচোলে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯ হাজার ৩ হেক্টোর জমিতে। উপজেলা কৃষি বিভাগের পরামর্শে এ বছর কৃষকরা বোরো বীজচারা পলিথিন থেরাপীতে পচন ও কোল্ড ব্রাইট রোগ থেকে রক্ষা পেয়েছে। 

ধানের বাজার মূল্য কম হলেও কৃষকের যুগ যুগ ধরে ধান চাষের বিকল্প ধরে রাখতে পারছে না। তবে এবছর রবি শস্যের ব্যাপক আবাদ হয়েছে। গম,  সরিসা, মুসুর, মটর ও খেসাড়ীর আবাদ ও ফলন বাম্পার আশা করছে। এছাড়াও সরিসা ও মুসুর উঠলে কৃষকরা ওই জমিতে ধান চাষ করবে বলে আশা করছে। 
বর্তমানে নাচোল বাজারের চেয়ারম্যান পাড়ায় জিরা ধানের বীজ চারা ৪শ’থেকে ৪৫০টাকা ও অন্যান্য চারা ৩শ’৫০টাকা পোন(৮০ আঁটিতে এক পোন) দরে বিক্রি হচ্ছে। 

No comments: