ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহ সদর উপজেলার নাথকুন্ডু গ্রাম থেকে ২ টি অস্ত্র ও গুলিসহ ২ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-৬।গ্রেফতারকৃতরা হলো,চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার রাইশা গ্রামের জালাল উদ্দিনের ছেলে আসাদুল ওরফে আশা ও জীবননগর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের সুলতান খার ছেলে আশানুর।তাদের কাছ থেকে ১ টা কাটারাইফেল, ১টি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
ঝিনাইদহ র্যাব ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলমের নেতৃত্বে ডাকবাংলা বাজার এলাকার নাথকুন্ডু গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতদের নামে হত্যা,ডাকাতি,ছিনতাই, অপহরণসহ একাধিক মামলা রয়েছে।