চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি - বার্ষিক ক্রীড়া কর্মসূচী’র অংশ হিসেবে জেলা ক্রীড়া অফিস চাঁপাইনবাবগঞ্জের ব্যবস্থাপন আজ বুধবার (৫ফের্বরæয়ারি)চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা পর্যায়ে অনুর্ধ্ব-১৬ বালিকাদের কাবাডি প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা আদর্শ উচ্চ বিদ্যালয় চত্বরে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রীড়াজগতের প্রতি দৃষ্টি রেখেছেন। খেলাধূলার ক্ষেত্রে তিনি অত্যন্ত আন্তরিক। লেখাপড়ার পাশাপাশি খেলাধূলার চর্চা করতে হবে এবং খেলা মানসিক উন্নতির বিকাশ ঘটায়। খেলাধূলায় মেয়েরা উন্নতি করুক ও দেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসুক। এ জেলার ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিয়ে যাবার জন্য চেষ্টা করা হচ্ছে। ছেলেমেয়েরা যাতে মাদকের দিকে ধাবিত না হয়, সেক্ষেত্রে খেলার মাঠে বেশী মনযোগী হতে হবে।
খেলায় অংশগ্রহণকারি দলগুলো হচ্ছে, জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়, কামাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়, শহীদ মোহর আলী উচ্চ বিদ্যালয়, নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় ও রেহাইচর উচ্চ বিদ্যালয়। খেলাগুলো নক আউট পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় জেলা আদর্শ উচ্চ বিদ্যালয় ১৫-২ পয়েন্টে শহীদ মোহর আলী উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া অফিসার আকতারুজ্জামান রেজা তালুকদার, জেলা পরিষদ সদস্য মোঃ আব্দুল হাকিম, পৌর কাউন্সিলর মোঃ আব্দুল বারেক, জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ, নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাসিনুর রহমান প্রমুখ।