চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি - “পড়ব বই, গড়ব দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার জেলা সরকারি গণগ্রন্থাগার চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালি বের করা হয়। র্যালিটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা সরকারি গণগ্রন্থাগার সম্মেলন কক্ষে এসে এক আলোচনা সভায় মিলিত হয়। জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান মো. মাসুদ রানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক।
এসময় তিনি বলেন, বই পড়ার কোন বিকল্প নেই। যে যত বই পড়বে, সে তত জ্ঞানার্জন করতে পারবে। আলোকিত মানুষ এবং জ্ঞানমনস্ক সমাজ গড়াই হচ্ছে গ্রন্থগারের উদ্দেশ্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রন্থাগার বান্ধব সরকার । দেশের জনগণকে আরও জ্ঞানমনস্ক করতে গ্রন্থাগারগুলোর সক্ষমতা বৃদ্ধির জন্য অব্যাহতভাবে কাজ করছেন। বই পড়ার চর্চা যার মধ্যে যত বেশী থাকবে, তার জ্ঞানের পরিধি তত বাড়বে। বই হোক আমাদের পড়া ।
এতে বিশেষ অতিথির বক্তব্য দেন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, বাংলাদেশ গ্রন্থাগারিক পেশাজীবী পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ আমিনুল ইসলাম।