টাঙ্গাইলের সড়কে আবারো প্রাণ গেল পুলিশ কনস্টেবলের: নিভে গেল স্বপ্ন! - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ০৬, ২০২০

টাঙ্গাইলের সড়কে আবারো প্রাণ গেল পুলিশ কনস্টেবলের: নিভে গেল স্বপ্ন!


টাঙ্গাইলের সড়কে আবারো প্রাণ গেল এক পুলিশ কনস্টেবলের। নিভে গেল জীবনের স্বপ্ন। বুধবার(৫ ফেব্রুিয়ারী ২০) সকালে ময়নসিংহ সড়কের সড়ক ভবনের পাশে বাসের ধাক্কায় আরমান রায়হান নিহত হয়েছেন।


টাঙ্গাইলের অতিরিক্তি এসপি মো. শফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নরসিংদীর মনোহরদী উপজেলার নারান্দি গ্রামের মজিবুর রহমানের ছেলে আরমান রায়হান।
অতিরিক্তি এসপি মো. শফিকুল ইসলাম বলেন, সকালে কর্মস্থলে যাওয়ার সময় আরমান রায়হানকে সরকারি সা’দত কলেজের একটি বাসে ধাক্কা দেয়। স্থানীয়রা তৎক্ষণাৎ হাসপাতালে নিলে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় বাস ও চালককে আটক করেছে পুলিশ।

এমদাদুল হক অপু নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, সকালে ওই স্থানে দুর্ঘটনার পর বিকট শব্দ হয়। পেছনে তাকিয়ে দেখি একজন রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে আছেন। পাশেই একটি মোটরসাইকেল ছিল। আহতকে কয়েকজন মিলে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসারত অবস্থায় মারা যান তিনি।

এর আগে গতকাল মঙ্গলবার সকালে টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস এলাকায় ট্রাকচাপায় মো. সাইদুল ইসলাম নামে ট্রাফিক পুলিশের এক কনস্টেবল নিহত হন।

এনএনএস

Post Top Ad

Responsive Ads Here