বাবার দোকানে পুড়ে কংকাল স্কুলছাত্র ! - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ফেব্রুয়ারী ১২, ২০২০

বাবার দোকানে পুড়ে কংকাল স্কুলছাত্র !


অনলাইন সংবাদ:কুমিল্লার লাকসামে বাবার দোকানে পুড়ে মৃত্যু হয়েছে নাঈমুল হাসান (১৫) নামে এক স্কুলছাত্রের। মঙ্গলবার রাত ১২ টার দিকে উপজেলার নৈরপাড় টাওয়ার সংলগ্ন বাজারে এ আগুনের ঘটনা ঘটে।


জানা গেছে, নাঈমুল রামচন্দ্রপুর গ্রামের মুরাদ হাসানের ছেলে। লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের নৈরপাড় টাওয়ার সংলগ্ন বাজারে মুরাদের একটি দোকান রয়েছে। আলম ষ্টোর নামের এ দোকানে মঙ্গলবার রাত ১২ টার দিকে আগুন ধরে। এসময় দোকানটিতে অবস্থান করছিল মুরাদের ২ ছেলে জাহিদ ও নাঈমুল। অগ্নিকাণ্ডের শুরুতেই জাহিদ দোকান থেকে বেরিয়ে যেতে সক্ষম হয়। কিন্তু নাঈম সেখানে আটকা পড়ে থাকে। আগুনে দ্রুত বাজারের অন্য দোকানগুলোতে ছড়িয়ে পড়লে স্থানীয়রা তা নেভানোর চেষ্টা চালান। খবর পেয়ে লাকসাম ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ভয়াবহ এ আগুনে মুরাদের ৬টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। আগুন নেভার পর নাঈমের পোড়া মৃতদেহ উদ্ধার হয়। নাঈম স্থানীয় কামড্যা শহীদ আবুল খায়ের উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী।

কান্দিরপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক বলেন, মর্মান্তিক এ ঘটনায় আমরা গভীর শোকাহত। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সর্বোচ্চ সহযোগিতার ব্যবস্থা করা হবে।

Post Top Ad

Responsive Ads Here