বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জুলহাসউদ্দিন (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বনপাড়া-নাটোর মহাসড়কের উপজেলার আহম্মেদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জুলহাস উপজেলার জোয়াড়ি ইউনিয়নের খোর্দ্দকাছুটিয়া গ্রামের তফিজউদ্দিনের ছেলে।
বনপাড়া হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম জানান, সন্ধ্যায় জুলহাস মোটরসাইকেল নিয়ে আহম্মেদপুর বাজারে যাচ্ছিলেন। পথে অজ্ঞাত ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে সে পড়ে যায় ও তার শরীর চাকায় পিষ্ট হয়ে থেতলে যায় এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ সময় ট্রাকটি দ্রæতগতিতে পালিয়ে যায়। তবে শনিবার দুপুর ১২টা অবধি পুলিশ ঘাতক ট্রাকটি চিহ্নিত ও আটক করতে পারেনি।

