মেহেরপুরে শিশু পরিবারে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার এবং কম্পিউটার ল্যাবের উদ্বোধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

শিরোনাম

Friday, February 14, 2020

মেহেরপুরে শিশু পরিবারে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার এবং কম্পিউটার ল্যাবের উদ্বোধন

মেহের আমজাদ, মেহেরপুর-
মেহেরপুর সরকারি শিশু পরিবারে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার এবং কম্পিউটার ল্যাবের উদ্বোধন ও শিশু পরিবারে নিবাসীদের মধ্যে মেধাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে সরকারি শিশু পরিবারে জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার এবং শিশু পরিবারে কম্পিউটার ল্যাবের উদ্বোধন ঘোষণা করেন। প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন এমপি বলেন,শিশু পরিবারের সকল শিশুর মধ্যে লুকিয়ে থাকা প্রতিভা বিকাশের ব্যবস্থা করা হবে। একটা সময় সরকারের সামর্থ ছিল না। বর্তমান সরকারের সামর্থ রয়েছে। যার প্রমাণ স্বপ্নের পদ্মাসেতু। তিনি বলেন-মুজিবনগর অধ্যুষিত মেহেরপুর শিশু পরিবারের শিশুদের দেশ সেরা হতে যা যা করা দরকার সব করা হবে। শিশু পরিবার চত্বরে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার পিপিএম শেখ জাহিদুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ মোঃ নাসির উদ্দীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক কাজী কাদের মোঃ ফজলে রাব্বি।সমাজসেবা কর্মকর্তা মুহাঃ আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হিরা,সরকারি শিশু পরিবার ব্যবস্থাপনা কমিটির সদস্য আশকার আলী, শহর সমাজসেবা সমন্বয় পরিষদের সভাপতি আমিনুল ইসলাম খোকন,কাউন্সিলর জাফর ইকবাল,জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সরফরাজ হোসেন মৃদুল প্রমুখ। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার এবং কম্পিউটার ল্যাবের উদ্বোধন শেষে মেহেরপুর সরকারি শিশু পরিবারের নিবাসী ১৬ জন মেধাবী শিক্ষাথীদের মাঝে চেক প্রদান  এবং দুজন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার তুলে দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

No comments: