মেহেরপুর ৩ লক্ষ ৭৫ হাজার শলাকা বিড়ি উদ্ধার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, ফেব্রুয়ারী ১৪, ২০২০

মেহেরপুর ৩ লক্ষ ৭৫ হাজার শলাকা বিড়ি উদ্ধার


মেহের আমজাদ, মেহেরপুর-
মেহেরপুর শহরের কোর্ট এলাকায় অভিযান চালিয়ে ৩ লক্ষ ৭৫ হাজার শলাকা বনানী বিড়ি উদ্ধার করেছে উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা বিভাগ। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা বিভাগের স্যানিটারী ইন্সপেক্টর তারিকুল ইসলামের নেতৃত্বে এসকল বিড়ি উদ্ধার করা হয়। এসময় কুষ্টিয়ার আল্লার দর্গা বায়েজিদ বিশ্বাস কোম্পানির এসকল বিড়িতে পুরাতন স্বাস্থ্য সর্তকতা সম্বলিত লেভেল লাগানো থাকায় এসকল বিড়ি আটক করা হয়। পরে দুপুরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়।সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  রকিবুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার ও নিয়ন্ত্রণ আইন ২০০৫ এর ১০ এর ঙ। ২০১৫ এর ৯ এর ২ ধারায় বনানী বিড়ির মেহেরপুরের ব্যবস্থাপক মাসুদুর রহমানের কাছ থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সাথে ৩ লক্ষ ৭৫ হাজার শলাকা বিড়ি উদ্ধার করা সকল বিড়ি জব্দ করা হয়।

Post Top Ad

Responsive Ads Here