ভূখন্ড রক্ষায় স্থায়ীভাবে বাঁধ নির্মাণ করা হবে অতিরিক্ত সচিব: রোকন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, ফেব্রুয়ারী ১৪, ২০২০

ভূখন্ড রক্ষায় স্থায়ীভাবে বাঁধ নির্মাণ করা হবে অতিরিক্ত সচিব: রোকন

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ: বাংলাদেশ পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ রোকন  উদ-দৌলা শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনোহরপুরের পদ্মার প্রবেশ মুখ পাঙ্খা এলাকা এবং পদ্মায় ভাঙ্গন কবলিত দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুরের রামনাথপুর গ্রাম পরিদর্শন করেন। পরিদর্শনকালে ভাঙ্গন কবলিত মানুষের সাথে কথা বলেন। এসময় স্থানীয়রা জানান, মনোহরপুরের বিপরীতে ভারতীয় অংশের নিমতিতা এলাকায় পাথর ফেলায় পানি বাড়ি খেয়ে নদীটি বাংলাদেশের অংশে চলে আসায় রামনাথপুর গ্রামটি ভাঙ্গনের মুখে পড়েছে। গত ৪ বছর ধরে ভাঙ্গন চলছে এবং ২ কি.মি ভূখন্ড বিলীন হয়ে গেছে। জেলা পরিষদ সদস্য মোঃ কামাল উদ্দিন পরিদর্শন দলকে বলেন, ২০১২ সাল থেকে আংশিক ভাঙ্গন দেখা দিলেও ২০১৬ সাল থেকে আরো ভাঙ্গন দেখা দিয়েছে। যখনই ভারতীয় সীমান্তের নিমতিতা এলাকায় ভাঙ্গন দেখা দেয়, তখনই তারা পাথর ফেলা শুরু করে। এতে করে প্রায় ১ হাজার পরিবার ক্ষতিগ্রস্থ হয়ে অন্যত্র চলে গেছে। পরিদর্শনকালে অতিরিক্ত সচিব বলেন, ভাঙ্গনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে আশ^াস প্রদান করেন এলাকাবাসীকে। পরে, তিনি মাসদুপর বিওপি’র ৫’শ মিটার ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শন করেন। 

এসময় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী  সৈয়দ সাহিদুল আলম, উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আতিকুর রহমান, সহকারি প্রকৌশলী মোঃ মাহবুব আলম সফরসঙ্গী ছিলেন।  

Post Top Ad

Responsive Ads Here