মেহের আমজাদ,মেহেরপুর :
সতর্ক করার পরও রাস্তার পাশে ময়লা ফেলার অভিযোগে মেহেরপুরের মুজিবনগর কেদারগঞ্জ বাজারের ১১ ব্যবসায়ীর নিকট থেকে জরিমানা আদায় করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উসমান গনি এ অভিযান চালান। মুজিব শতবর্ষ উপলক্ষে পরিষ্কার গ্রাম পরিচ্ছন্ন শহর গড়ে তোলার লক্ষে সারাদেশের ন্যায় ওই এলাকাতে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান চলাকালে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছিল। কিন্তু কেদারগঞ্জ বাজারের ব্যবসায়ীরা তাদের দোকানের ময়লা আবর্জনা ফেলে রাস্তার পাশে জমা করে রাখে। গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনির নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১১ ব্যবসায়ীর নিকট থেকে ৭ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় মুজিবনগর থানার এস আই গোলাম মোস্তফা সেখানে উপস্থিত ছিলেন।