মেহেরপুরের গাংনীতে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে প্রচারনায় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, মার্চ ২০, ২০২০

মেহেরপুরের গাংনীতে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে প্রচারনায় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ


মেহের আমজাদ,মেহেরপুর:
করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে মেহেরপুরের গাংনীতে লিফলেট বিতরণ ও প্রবাস ফেরতদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে সচেতনতামুলক প্রচার প্রচারনা করেছে গাংনী উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। 


গতকাল বৃহস্পতিবার দুপুরে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান ও গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রিয়াজুল আলম উপজেলার মালসাদহ,নিশিপুর ও কাজিপুর এলাকায় করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা লক্ষে লিফলেট বিতরণ করেন। এ সময় কয়েকজন প্রবাস ফেরত ব্যক্তির সাথে কথা বলেন তারা। গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রিয়াজুল আলম বলেন, ১৪ দিনের এ হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে কাজ করছে স্বাস্থ্য বিভাগ ও প্রশাসন। স্বাস্থ্য সচেতনা সহ স্বাস্থ্য বিষয়ে যে কোন সমস্যার কথা জানাতে হটলাইন নাম্বার দেয়া হয়েছে সেখানে চিকিৎসকদের সাথে সরাসরি কথা বলতে পারবে যে কেউ। গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য হোম কোয়ারেন্টাইন পালনের সরকারী নির্দেশ রয়েছে। এ নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান,পুলিশের পক্ষ থেকে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে।

Post Top Ad

Responsive Ads Here