মেহের আমজাদ,মেহেরপুর:
মেহেরপুর জেলার গাংনীতে গাঁজা সেবনের অপরাধে দুজনের ৩ মাস কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।গতকাল বৃহস্পতিবার বিকালে গাংনী উপজেলার সাহেবনগর এলাকায় ভ্যাম্যমান আদালতে এ কারাদন্ড দেয়া হয়। কারাদন্ড প্রাপ্তরা হলেন,হাড়াভাঙ্গা গ্রামের আব্দুল কাদেরের ছেলে মোঃ লাভলু হোসেন ও সাহেবনগর গ্রামের বদরউদ্দীনের ছেলে মোয়াজ্জেল শেখ। ভ্রাম্যমান আদালত সূত্র জানা গেছে,কারাদন্ড প্রাপ্ত দুজন সাহেবনগর পশ্চিম পাড়ার আবুল কাশেমের লিচু বাগানে গাঁজা সেবন করছে এমন সংবাদ পেয়ে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করা হয়।গাঁজা সেবনের অপরাধ স্বীকার করায় দুজনকে ৩ মাসের কারাদন্ড প্রদান করা হয়। কারাদন্ড প্রাপ্তদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।