মেহের আমজাদ,মেহেরপুর:
করোনা ভাইরাসের কারণে দেশে যে কোনো সময় অচলাবস্থা সৃষ্টি হতে পারে এমন গুজবে গত দুদিন ধরে মেহেরপুর তহবাজার, বড় বাজার, হোটেল বাজার সহ স্থানীয় বাজারে চালের দাম বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। তবে দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন- হঠাৎ করেই চালের আমদানি কমে যাওয়ায় চালের দাম বৃদ্ধি পেয়েছে।
এদিকে হঠাৎ করে মেহেরপুরে সব ধরনের চালের দাম বৃদ্ধি পাওয়ায় জেলা প্রশাসন থেকে চাল ব্যবসায়ীদের জেল-জরিমানাসহ কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেয়া হয়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এসকল বাজারগুলো পরিদর্শন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম। তিনি ব্যবসায়ীদের কাছে জানতে চান হঠাৎ করে কেন চালের দাম বাড়ানো হলো। জবাবে ব্যবসায়ীরা বলেন, তারা চালের দাম বৃদ্ধি করেননি। পূর্বের রেটেই তারা চাল বিক্রি করছেন। গত দুইদিন ধরে করোনা ভাইরাসের আতঙ্কের কারণে হঠাৎ করেই চাল কেনার হিড়িক পড়েছে। মানুষ আতঙ্কে বস্তা বস্তা চাল কিনে রাখছেন। আর এই সুযোগকে পুঁজি করে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী অধিক মুনাফা লাভের আশায় আমাদের কাছে বেশি দামে চাল বিক্রি করছেন। যে কারনে চালের চাম বেড়ে যাচ্ছে। এসব কথা শুনে উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম ব্যবসায়ীদের উদ্দেশে বলেন,দেশে এখন করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক চলছে। আমরা করোনা ভাইরাসের মত ঘাতক মহামারিকে মোকাবেলা করছি। এমন দুযোর্গ মুহূর্তে কেউ যদি অধিক মুনাফা লাভের আশায় চালের দাম বৃদ্ধি করে সেই অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে জেলা প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। কোন ক্রেতা চাল নিতে আসলে বেশি চাল দেবেন না, বলবেন আগে যা নিতেন তাই নিয়ে যান। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে জেল-জরিমানাসহ কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি প্রদান করেন নির্বাহী অফিসার।