টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে নৌকা ডুবে তিনজন নিখোঁজ হয়েছিলেন। এ ঘটনায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শনিবার দুপুরে নদীর পাথরকাটা অংশ থেকে মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে শুক্রবার দুপুরে বঙ্গবন্ধু সেতুর কাছে ১৪ যাত্রী নিয়ে ডুবে যায় নৌকাটি। ওই ঘটনায় তাৎক্ষণিক ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়।
জানা গেছে, যানবাহন বন্ধ থাকায় নৌকায় যমুনা নদী পার হচ্ছিলেন ওই ১৪ জন। বঙ্গবন্ধু সেতুর ১৪ নং পিলারের কাছে নৌকাটি ডুবে যায়। তাৎক্ষণিক পুলিশ ও ফায়ার সার্ভিস ১১ জনকে জীবিত উদ্ধার করলেও দুই নারী ও এক শিশু নিখোঁজ ছিলেন।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শফিকুল ইসলাম বলেন, নৌকাডুবির ঘটনাস্থল থেকে তিন কিলোমিটার দূরের পাথরকাটা এলাকা থেকে অলিফা নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে অভিযান চলছে।
ভূঞাপুর থানার ওসি রাশিদুল ইসলাম বলেন, শুক্রবার চার ঘণ্টা অভিযান চালিয়ে ১১ জনকে উদ্ধার করা হয়েছে। নৌকার যাত্রীদের অধিকাংশ শ্রমিক। তারা গাজীপুর থেকে বগুড়া যাচ্ছিলেন। যানবাহন না থাকায় নৌকায় যমুনা নদী পার হচ্ছিলেন।
সময়/দেশ/রাজ