প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে বিপর্যস্ত ইরানে বেড়েই চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এরমধ্যেই এ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে মৃতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে।
আন্তর্জাতিক জরিপকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৮৬৮ জন। মৃত্যু হয়েছে ৫ হাজার ৩১ জনের। এছাড়া সুস্থ হয়েছেন ৫৫ হাজার ৯৮৭ জন।
শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টার মধ্যে দেশটিতে নতুন করে ৭৩ জনের মৃত্যু হয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুশ জাহানপুর বলেন, আরো এক হাজার ৩৭৪ জনের মধ্যে করোনার সংক্রমণ পাওয়া গেছে। মোট রোগীদের মধ্যে ৩ হাজার ৩৫১ জন গুরুতর অবস্থায় রয়েছেন বলেও জানান তিনি।
সময়/দেশ/রাজ