সিলেটে পৃথক বজ্রপাতে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু হয়েছে। শনিবার সদর উপজেলা, জকিগঞ্জ ও ওসমানীনগরে এসব ঘটনা ঘটে।
এসএমপির জালালাবাদ থানার ওসি অকিল উদ্দিন জানান, দুপুরে কালারুকা পশ্চিম হাওরে (উনাখাওরি বিল) ধান কাটতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। তারা হলেন- পুরান কালারুকার পূর্ব উত্তরপাড়ার শমসের আলী ও তার ছেলে ছয়ফুল আহমদ।
জকিগঞ্জ থানার ওসি মীর মো. আব্দুন নাসের জানান, বিকেলে বজ্রপাতে গরুসহ এক ব্যবসায়ীর মৃত্যু হয়। মৃত ইসলাম উদ্দিন বলই মানিকপুর ইউপির দরগাবাহারপুর গ্রামের আতাই মিয়ার ছেলে ও উপজেলার কালিগঞ্জ বাজারের তানিশা বস্ত্র বিতানের মালিক।
ওসমানীনগর থানার ওসি রাশেদ মোবারক জানান, সকালে ধান কাটতে গিয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু হয়। মৃত রাহি আহমদ উপজেলার দয়ামীর ইউপির খাইদ্যর গ্রামের আনছার আলীর ছেলে।\
সময়/ডেস্ক/দেশ